ঘরোয়া ক্রিকেটারদের বন্ধ দুয়ার খুলে যাচ্ছে, অক্টোবরে মাঠে ফিরছে জাতীয় ক্রিকেট লিগ। এই আসর নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আর, ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের ভাবনা, পেস বান্ধব পিচ বানালে উন্নতি হবে ব্যাটিং-বোলিংয়ে। নেই সঙ্গে দল হয়ে দাঁড়াতে পারবে টিম বাংলাদেশ।
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সাফল্যে মুখে হাসি ফুটবে, সবাই আনন্দে মাতবে। মনে ঠিকই রবে পরের চ্যালেঞ্জ উৎরানোর জেদ। বাংলার টি-টোয়েন্টি দলের টার্গেটে এবার নিউজিল্যান্ড।
আগষ্ট টু অক্টোবর, মাস তিনেক ছোট ফর্মেটে টাইগারদের ব্যস্ততা, এর মাঝেই টেস্ট দল আর ঘরোয়া ক্রিকেট নিয়ে ক্রিকেট বোর্ডের পরিকল্পনা সারা।
কোভিডে বারে বারে বাধা, এক বছর গ্যাপ, মার্চে মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগ। দুই রাউন্ড যেতেই আবারো প্রতিকূল পরিবেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলার চ্যালেঞ্জ শুরু নভেম্বরে। তার আগেই জাতীয় লিগ ফেরাচ্ছে ক্রিকেট বোর্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বেহাল দশা। মুশফিক-মুমিনুলরা ভেঙেছেন ভক্তদের আশা, একমাত্র বাংলাদেশই জেতেনি কোনো ম্যাচ।
হার-জিত ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে ওদের ব্যাটিং স্কিল। বলে এক্সট্রা পেইস আর মুভমেন্টে তালগোল পাকিয়েছেন।
যার বড় কারণ হতে পারে, ঘরের মাঠে নিয়মিত স্লো আর টার্নিং উইকেটে খেলা। উইকেটে সহায়তা না পেলে তৈরী হবে না পেইস বোলাররা, মত ক্রিকেট এক্সপার্ট ইশতিয়াকের।
আরও পড়ুন: শেয়ার কেনায় ঋণসীমা বাড়িয়ে বিএসইসির নতুন বার্তা
বছরের শুরুতে স্পিন উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতাশা। টেস্টে ভিন্ন কৌশল নেয়ার সময় হয়তো এসেছে বাংলার। বিসিবি সূত্র বলছে জাতীয় ক্রিকেট লিগে পিচে দেখা যেতে পারে সবুজ ঘাস।