সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে তামিমের বরিশাল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম

বয়স, সমালোচনা তামিম ইকবাল কোন কিছুকেই যেন পরোয়া করেন না। আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মিস্টার খান। প্রয়োজনের সময় জ্বলে উঠলেন, এক হাতে বরিশালকে নিলেন প্লে-অফে। ৪৮ বলে ৬৬ রানের ইনিংসে তামিম শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেই হারাননি, জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের টপ স্কোরারের শীর্ষে।

মাঠ জুড়ে কারুকার্য, দুই সপ্তাহের বিরতিতে মিরপুরে হবে রানের স্বর্গ। কিন্তু কীসের কি? ডিজাইনের আড়ালে শুধুই বোলিং ভেলকি। মিরপুরের মাঠে রান সে তো আকাশ কুসুম কল্পনা, শত চেষ্টা করেও গামিনি ঢাকতে পারেন নি নিজের ব্যর্থতা।

স্লো উইকেটে টস জিতে শুক্রবার তাই ফিল্ডিং বেছে নেন তামিম ইকবাল, কুমিল্লাকে হারাতে পারলেই প্লে-অফে চলে যাবে ফরচুন বরিশাল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বরিশালের হাতে, সুনিল নারিন আউট মাত্র ১৬ রানে।

এদিন আর কারিশমা দেখাতে পারেন নি লিটন দাস, ১২ বলে খেলেন ১২ রানের ইনিংস, তাইজুলের বলে কুমিল্লা ব্যাটার ডিসমিস। মন্থর উইকেটে তাওহীদ হৃদয় ছিলেন ভিক্টোরিয়ানদের ভরসা। ২৫ রানে ম্যাককয় তাকে দেখান ফেরার রাস্তা।

গেল দুই ম্যাচের মতো এদিনও মঈন আলীর আপসেট। ২৩ রানে ওকে আউট করেন আকিফ জাভেদ। আন্দ্রে রাসেলও ছিলেন ফ্লপ, ওর ব্যাটে আসে মোটে ১৪ রান, তাইজুলের বলে আউট হন ক্যারিবিয়ান।

শেষদিকে জাকির আলীর ব্যাট যেন খোলা তলোয়ার। ১৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কুমিল্লা কিপার। ওর ব্যাটে ভর করেই কুমিল্লা চ্যালেঞ্জিং পুঁজি পায় নির্ধারিত ওভারে, বোর্ডে ১৪০ রান তোলে ৮ উইকেটে।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আহমেদ শেহজাদ ধরেন উল্টো পথ, মাত্র ১ রানে ওকে ফেরান এনামুল হক। দ্বিতীয় উইকেটে তামিমকে সঙ্গ দেন কাইল মায়ার্স, ১ বাউন্ডারি, ২ ছক্কায় করেন ২৫ রান।

বরিশালের হয়ে এক প্রান্ত এদিন আগলে রেখেছিলেন তামিম ইকবাল, ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় কুমিল্লাকে করেন নাজেহাল।

একাত্তর/আরএ
চিটাগাং কিংসের ব্যাটিংয়ের মেজাজ দেখে অনেক হয়তো ধরেই নিয়েছিলেন বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন তারাই। কিন্তু ক্রিকেটের সৌন্দর্য এর উত্তেজনায়। ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তা প্রাণভরে উপভোগ...
ভেবেছিলেন আসবেন, দেখবেন আর জয় করবেন। সাকিব খান তার ঢাকা ক্যাপিটালসের যে দলটা গড়েছিলেন সেখানে তারকাও ছিল বেশ কজন। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই বিপিএল শেষ করেছে ক্যাপিটাল সিটির দলটা।
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিলো চট্টগ্রাম কিংস। সোমবার আসরে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম ৩০ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে।
জাকির হাসানের ব্যাটিং নৈপুণ্যে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। আসরে নিজেদের পঞ্চম ম্যাচে রোববার সিলেট ৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। প্রথম তিন...
গত ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। এই ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে ১৯ জন মারা যান।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত