প্রায় চার বছর পর আফগানিস্তান টেস্ট দলে ফিরলেন তারকা স্পিনার রশিদ খান। সোমবার (১৬ ডিসেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২৬ বছর বয়সী রশিদ পিঠের ইনজুরির কারণে আফগানিস্তানের সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে খেলতে পারেননি। দীর্ঘদিনের এই ইনজুরির কারণে এ বছরের শুরুতে তাকে অস্ত্রোপচারের টেবিলেও বসতে হয়েছিলো।
সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে এই সময়ের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ২৬ ডিসেম্বর থেকে বুলাওয়েতে শুরু হবে।
এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলাইমানখিল বলেছেন, রশিদ খানের টেস্ট দলে ফেরা লাল বলের ক্রিকেটে আমাদের এগিয়ে যাবার ইঙ্গিতই দিচ্ছে। আশা করছি পুরো দল ভালো একটি পারফরমেন্স উপহার দেবে।