বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে অসুস্থ হয়ে পড়লে তামিমকে সাভারের জিরানিতে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তামিমের দল মোহামেডান -সূত্র জানিয়েছে, তামিমকে ঢাকায় আনার উদ্যোগ নেয়া হয়েছিলো। বিকেএসপির মাঠে হেলিকপ্টারও নামানো হয়েছিলো। তবে, সে সিদ্ধান্ত থেকে সরে এসে তাকে দ্রুত কাছের হাসপাতালে ভর্তি করা হয়।
ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
এদিকে তামিমের হুট করে অসুস্থতাকে কেন্দ্র করে বিসিবির আজকের সভা স্থগিত করা হয়েছে।