সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

ভারতের সঙ্গে গোল শূন্য ড্র বাংলাদেশের

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম

প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো যায়নি। শেষে গোল শূন্য সমতা করে হাবিয়ের ক্যাবরেরার দল। তবে ভারতের বিপক্ষে এদিন হামজার দল খেলেছে ডমিনেট করেই।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ।

ম্যাচের বড় অংশ জুড়ে রাকিব-শাহরিয়ার ইমন-মজিবর রহমান জনিরা সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। স্বাগতিকদের গোলকিপার বিশাল কাইতের বদান্যতা কম নয়। তারই ভুলে একাধিক সুযোগ আসে। কিন্তু কিছুতেই শিলংয়ের মাঠে গোল আসেনি। 

এদিন বাংলাদেশ একাদশে ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচে পুরো মাঠ জুড়ে প্রাণবন্ত ছিলেন ২৭ বছর বয়সী ফুটবলার।

জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের অধিকাংশ সময়জুড়ে বাংলাদেশের আধিপত্য। কিক অফের ১৫ সেকেন্ড পরেই সুযোগ হারায় বাংলাদেশ। দারুণ এক সুযোগ পেয়ে অবিশ্বাস্যভাবে তা নষ্ট করেন জনি। 

৯ মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে শাহরিয়ার ইমন মাথা ঘুরিয়ে হেড নিলেও তা পোস্টের দূর দিয়ে যায়। ১২ মিনিটে বাংলাদেশের সামনে আবারও সুযোগ আসে। গোলকিপার বিশাল কাইত ঠিকমতো গোলকিক নিতে পারেননি। সামনে থাকা শাকিলের পিঠে লেগে চলে যায় বক্সের ভেতরে থাকা হৃদয়ের পায়ে। এই মিডফিল্ডার লক্ষ্যে শট নিলেও শুভাশিষ বোস গোল হতে দেননি।

১৮ মিনিটে রাকিবের কাটব্যাকে কেউ শট নিতে পারেননি। এরপর মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমন লাফিয়ে উঠে হেড করেন। তবে তা হয় লক্ষ্যভ্রষ্ট। যার কারণে ডেডলক খোলেনি। ২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ।

৩০ মিনিটে ভারত প্রায় গোল পেয়েই যাচ্ছিলো। কোলাসোর ক্রসে উদান্তা সিংয়ের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন শাকিল। ফিরতি বলে ফারুক চৌধুরীর  দুর্বল শট মিতুল তালুবন্দি করেন।

৪১ মিনিটে বাংলাদেশ আবারও আক্রমণে। তবে এবারও সুযোগ নষ্ট করেন জনি। 

তবে ফিফা র‌্যাংকিংয়ে ১২৬ নম্বর দলের (ভারত) সঙ্গে ১৮৫ নম্বর দলের (বাংলাদেশ) প্রতিপক্ষের ঘরের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরাটাও কম নয়।

একাত্তর/এসি
এলেন-দেখলেন-জয় করলেন! মাটি ও মানুষের গন্ধে এসেছিলেন বাংলাদেশে। সঙ্গে এনেছিলেন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠা স্ত্রী অলিভিয়া চৌধুরীকেও।
ব্রাজিলের কোচ বানাতে আবারো কার্লো আনচেলত্তির সাথে আলোচনা শুরু করেছে দেশটার ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিল কাকে বেছে নেবে আনচেলত্তি।
সময় ঘনিয়ে আসছে। অপেক্ষা একটি ভোরের। এরপরই বাংলাদেশ-ভারতের ফুটবল মহারণ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে ডার্বি এই ম্যাচ; তাই উত্তেজার পারদ তুঙ্গে। এমন...
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ডার্বি বলতে এখন ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথকেই বুঝায়। এই দুই মহাশক্তি আবারও মুখোমুখি বিশ্বকাপের বাছাই পর্বে। ম্যাচটিকে ঘিরে এরিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে, আর্জেন্টিনার...
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত