সংযুক্ত আরব আমিরাতে সদ্য চালু হওয়া ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান। দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা (আইসিপি) ফেডারেল কর্তৃপক্ষের ব্লু ভিসা পেয়েছেন এমন ২০ টেকসই চ্যাম্পিয়নদের মধ্যে তিনি একজন।
মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
ব্লু ভিসা হলো দশ বছরের একটি আবাসিক ভিসা। যারা সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে এবং বাইরে পরিবেশ সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন তাদের এ ভিসা দেয় আমিরাত সরকার।
ড. রেজা খান এর আগে দুবাই মিউনিসিপ্যালটি পাবলিক পার্ক এবং বিনোদনমূলক সুবিধা বিভাগে প্রধান বন্যপ্রাণী বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি দুবাই চিড়িয়াখানার প্রধান দায়িত্বে ছিলেন।
তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে বসবাস করছেন। পাখি, বন্যপ্রাণী ও সংরক্ষণ বিষয়ে এক চলমান জ্ঞানের ভাণ্ডার তিনি। আমিরাতে পাখি ও বন্যপ্রাণীর শনাক্তকরণ ও সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি একজন জনপ্রিয় লেখক। ব্যক্তিগতভাবে তিনি মরুভূমি গবেষণার কাজও চালিয়ে যাচ্ছেন।
রেজা খান বলেন, আমি এই সম্মান এবং স্বীকৃতির জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রীর কাছে গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, এই সম্মাননা ও স্বীকৃতির জন্য আমি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে শুধু মানুষের জন্যই নয়, প্রকৃতির জন্য উন্নতি, সমৃদ্ধি ও মানবিকতার পথপ্রদর্শক। এই উদ্যোগ দেশটির পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতির স্বাভাবিক ধারাবাহিকতা, যা সত্যিকারের 'খলিফা'-র দায়িত্ব বহন করে। আমাদের সৃষ্টিকর্তা যে দায়িত্ব দিয়েছেন, তা হলো পৃথিবীকে রক্ষা ও লালন করা।