সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

অটো মালিক-বিআরটিএ আঁতাতে লোপাট ১১৩ কোটি টাকা!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম

সিএনজিচালিত অটোরিকশা প্রতিস্থাপনের নামে সিএনজি মালিক সমিতির সঙ্গে আঁতাত করে বিআরটিএ লোপাট করেছে ১১৩ কোটি টাকা; এমন অভিযোগ করেছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

সংগঠনটি হুশিয়ার করে বলেছে, সরকার যদি বিআরটিএর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে, বিআরটিএ কার্যালয় ঘেরাওসহ নানা আন্দোলনে মাঠে নামবে সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকরাই। 

দুদক সচিব জানান, বিআরটিএর দুর্নীতি বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে কমিশন। সেবা গ্রহীতাদের জিম্মি করে পার পাবে না দুর্নীতিবাজরা।  

ঘুষ, দালালের দৌরাত্মসহ নানা অভিযোগে বিআরটিএতে অভিযোগ চালায় দুর্নীতি দমন কমিশন। দুদকের কাছে তথ্য ছিলো, ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন,ফিটনেসসহ সব কাজেই গুণতে হয় সরকার নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা। এমন অভিযোগে মিরপুর বিআরটিএতে অভিযানে চালিয়ে দালাল চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করে দুদক। 

দুদকের দুই দিনের অভিাযানেও ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছে দালাল চক্রের গডফাদাররা। যাদের মাধ্যমে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১২ হাজার ৫০০ সিএনজি প্রতিস্থাপন প্রক্রিয়ায় লেনদেন হয় প্রায় ১১৩ কোটি টাকা। 

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন অভিযোগ করে বলেন,, সিএনজি মালিক সমিতির সঙ্গে আঁতাত করে এই টাকা হাতিয়ে নিয়েছে বিআরটিএর কিছু কর্মকর্তারা। এ ব্যাপারে দুদকের কাছে সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনে বিআরটিএর দুর্নীতির পুরো ফিরিস্তি তুলে ধরা হয়েছে। অভিযোগ পত্রে তথ্য দেওয়া হয়েছে বিআরটিএর অসাধু কর্মকর্তাসহ দালালদের তালিকাও। 

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনের নামে ১১৩ কোটি টাকা লোপাটসহ নানা অভিযোগ আমলে নিয়ে এরইমধ্যে অনুসন্ধান শুরু করেছে কমিশন। 

সেবামূলক প্রতিষ্ঠানের এসে কেউ হয়রানির হলে সঙ্গেসঙ্গে দুদকের হটলাইন নম্বর ১০৬ এ কল করে দুদককে অবহিত করার আহবান জানান তিনি। 

 

একাত্তর/এসি
২৯৭ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাতের তিন দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে হবে জানিয়ে...
আলোচিত দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের চাকরি ৩০ দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া ফেরত দিতে হবে পাওনা সকল বেতন এবং সুযোগ-সুবিধা।
ভয়াবহ আবার ধারণ করেছে মাদকের বিস্তার। রাজধানীর টার্মিনালগুলোকে কেন্দ্র করে চলছে ভয়াবহ মাদকের কারবার। পরিবহণ শ্রমিকদের টার্গেট করে গড়ে উঠেছে এসব মাদক সাম্রাজ্য।
কেউ তাকে চিনতেন ‘মিস্টার টেন পারসেন্ট’ নামে। আবার কারও কাছে পরিচিত ছিলেন নগদে ঘুষ গ্রহণকারী হিসেবে। অবসরের পর এখন থাকেন রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সাড়ে ১২ হাজার বর্গফুটের ফ্ল্যাটে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী...
শেরে বাংলা নগর এলাকার সরকারি চার হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করে সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জের শিবালয়ে জিপিএ-৫ না পাওয়ায় তানহা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত