সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

একাত্তর টিভির সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা বিজেসি'র

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পিএম

একাত্তর টিভির সাংবাদিক ইশতিয়াক ইমন ও ক্যামেরাপারসন খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্প্রচার গণমাধ্যমকর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। 

বুধবার সংগঠনটির নির্বাহী (দপ্তর) পারভেজ রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার ভোররাতে রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির দু'টি গাড়িতে হামলার পর ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এতে আহত হন সাংবাদিক ইশতিয়াক ইমন ও ক্যামেরাপারসন খোরশেদ আলম। আরও আহত হন গাড়ির দু'জন চালক। তাদেরকে লক্ষ্য করে ইট-পাথরও নিক্ষেপ করে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। ছিনিয়ে নেয় টাকা, মানিব্যাগ ও পরিবারের জন্য কেনা ঈদের নতুন পোশাক। 

এক পর্যায়ে ক্যামেরাম্যান খোরশেদ আলমকে জিম্মি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে ছিনতাইকারীরা। এসময় উপর্যুপরি কিল ঘুষি মেরে তাকে জখম করা হয়।

এদিকে ঘটনাস্থল উল্লেখ করে ও ঘটনার বিবরণ দিয়ে থানা পুলিশকে খবর দেওয়া হলেও তিন থানার কেউই কোনো দায় নিতে চায়নি।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সদস্য সচিব শাকিল আহমেদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং থানার সীমা নিয়ে গড়িমসি না করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আহবান জানিয়েছেন।

আরবিএস
কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবি) ১১টি অনুমোদনহীন কারখানায় শ্রম আইনের ৪৫টি ধারা-উপধারার লঙ্ঘন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ...
কোটাবিরোধী আন্দোলনের সময় শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
'সংবাদ নয় সংযোগ' - এ স্লোগানে দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টেলিভিশন ১২ পেরিয়ে ১৩ বছরে পা রাখলো। 
রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় একাত্তর টেলিভিশনের সাংবাদিকদের বহন করা গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মূল ছিনতাইকারী সুমনসহ ১৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত