রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার দিকে দেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেহ উদ্ধারের সময় তার পড়নে ছিলো চেক লুঙ্গি ও লাল চেক শার্ট।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদদৌস আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি ভবঘুরে স্বভাবের বলে ধারণা স্থানীয়দের।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা চলছে, যোগ করেন এসআই।