ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশে বের হয়েছিলেন আনসারের এক প্লাটুন কমান্ডার আবু তালেব। কিন্তু তার আর বাড়ি যাওয়া হলো না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে রাস্তায় অচেতন হয়ে পড়েন তিনি।
৫৫ বছর বয়সী আবু তালেব নিউমার্কেট সংলগ্ন বিশ্বাস বিল্ডার্স কমপ্লেক্সে প্লাটুন কমান্ডার হিসাবে কর্মরত ছিলেন।
অচেতন অবস্থায় স্থানীয় এক দোকানি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চরপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে তালেবের এক ছেলে এক ও মেয়ে আছে।
ঢামেক হাসপাতালে কর্মরত আনসারের প্লাটুন কমান্ডার মো. মিজান বলেন, আবু তালেব ছুটি নিয়ে গ্রামের বাড়ি উদ্দেশে বের হয়ে কর্মস্থল থেকে কিছু দুর গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সংবাদ শুনে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।