সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের ঘটনায় আট জনকে আসামি করে মামলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের ঘটনায় রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পারভেজ তার দুই বন্ধুর সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী শিক্ষার্থী ইভটিজিংয়ের অভিযোগ করেন এবং তাদের বন্ধুবান্ধবদের ডেকে আনেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসা করলেও উত্তেজনা থেমে থাকেনি।

এরপর ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী ঘটনাটিকে নতুন রূপ দিয়ে হাজারীপাড়া এলাকার কিছু বহিরাগত যুবক নিয়ে এসে পারভেজের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতের শিকার হয়ে পারভেজ প্রধান গেটের দিকে পালাতে গেলে আবারও আঘাতের শিকার হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার বনানী থানার অপারেশন কর্মকর্তা একেএম মইনুদ্দিন গণমাধ্যমকে জানান, নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, ঘটনায় জড়িত সবাই প্রাইম এশিয়ার শিক্ষার্থী। আমরা তাদের শনাক্ত করেছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একাত্তর/আরএ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে দুই হাজার ৫৩টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
বাংলাদেশের পারিবারিক আদালতগুলোতে বর্তমানে ৭২ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে। আরো চার হাজার ছয়শ’র বেশি মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায়।
আলোচিত খলনায়ক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে এক গার্মেন্টসকর্মীকে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে দুই হাজার ৫৩২টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত