রাজধানীর খিলগাঁও এলাকার মেরাদিয়ায় মামার ইটের আঘাতে ভাগ্নে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়া মধ্যপাড়া মামার বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সুমন কাজি (৪০)। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন।
সুমন বরিশাল জেলার মুলাদী উপজেলার বুয়াইল্লা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। তিনি বর্তমানে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে সুমন ছিলেন তৃতীয়। এছাড়া এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের বড় ভাই আলমগীর কাজী বলেন, আমার ছোট ভাই সুমনের মাথায় একটু সমস্যা ছিলো। অতিরিক্ত কথা বলত। এছাড়া তিনি নেশায় আসক্ত ছিলেন।’
তিনি বলেন, আজ সকালে তিনি মামার বাসায় যান। মামা মোস্তফার (৬০) সঙ্গে তর্ক বিতর্কে বাসার জানালার আয়না ভেঙ্গে ফেলেন ও বৈদ্যুতিক তার ছিড়ে ফেলেন। এতে তার মামা মোস্তফা ক্ষিপ্ত হয়ে তার ছেলে হৃদয় বিপ্লব (২২), মেয়ে তানিসহ ইট দিয়ে সুমনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।