রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. আল আমিন (১৭) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাড্ডা থানাধীন জি এম বাড়ি যশোর টেম্বার স’মিলের পাশে থাকতেন।
রাতে দুর্ঘটনা পর সহকর্মীরা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনি স’মিলের বাইরে রাস্তার গলিতে জমে থাকা পানি পার হওয়ার সময় ঝুলে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।