সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

বিলাশবহুল গাড়িতে পাঁচ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার চার

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম

রাজধানীতে সম্প্রতি সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ব্যক্তিগত বিলাশবহুল একটি গাড়ির ভেতরে থেকে বিশেষ কায়দায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার জনকে। তারা একই পরিবারের সদস্য।

শুক্রবার (২১ মার্চ) রাতে হাতিরঝিল থেকে মাদক উদ্ধার ও চার কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিন পুরুষ এক নারী রয়েছেন।

তারা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা আল মামুন (৩২), চট্টগ্রামের খুলশীর বাসিন্দা  ওমর ফারুক (৪৬) এবং তার স্ত্রী তানিয়া (৩২)।

শনিবার (২২ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম।

তিনি জানান, দীর্ঘদিন যাবত পারিবারিক ব্যবসা হিসেবে ইয়াবার কারবার করতেন তারা। টেকনাফ থেকে চালান এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। 

তিনি জানান, গাড়ির পাদানির নিচে চাকার পাশে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। এর মূলহোতা মো. নজরুল ইসলাম ওরুফে সোহেল রানা। গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। 

অভিনব কৌশনে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান ঢাকায় আনতেন তারা। তিন মাস চেষ্টার পর তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যোগ করেন শওকত ইসলাম। 

অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ জানান, মানি লন্ডারিংয়ের সঙ্গে তারা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। 

একাত্তর/এসি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।
‘আর্থনা সামিট-২০২৫’ -এ যোগ দিতে চার দিনের সফরে কাতারের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অর্থ পাচার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। 
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে...
শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সব শ্রমিকের আইনি সুরক্ষা, স্থায়ী শ্রম কমিশন গঠনের প্রস্তাবসহ বিভিন্ন সুপারিশ করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত