সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলা পরিকল্পিত: স্পিকার

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৭:৩৮ পিএম

রংপুরের পীরগঞ্জ মাঝি পাড়ার সাম্প্রদায়িক হামলা খুবই পরিকল্পিত। এলাকা ঘুরে দেখার পর এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আটকের পর ধর্ম অবমাননায় অভিযুক্ত কিশোর পরিতোষকে নেয়া হয়েছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে। এছাড়া হামলার দায়ে আটক ৪১ জনকে পাঠানো হয়েছে জেল হাজতে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে রংপুর আদালতে আনা হয় রোববার রাতে পীরগঞ্জ মাঝি পাড়া এলাকায় সাম্প্রদায়িক হামলায় দায়ে আটক ৪১ জনকে। পরে তাদের আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিকেল ৪টার দিকে আদালতে আনা হয় পরিতোষকে। পরে তাঁকে নেয়া হয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে।

এর আগে সকালে পরিতোষের বোন একাত্তরকে জানান, তারা এখনো নিশ্চিত নন কীভাবে তার ভাইয়ের নাম এমন একটি অপরাধের সঙ্গে জড়ালো। 

এদিকে, রোববার রাতের হামলার পর মন্দিরে আশ্রিত লোকজন গ্রামে ফিরতে শুরু করেছেন।

আরও পড়ুন: 'সাম্প্রদায়িক আক্রমণ দেশের জন্য অশনি সংকেত'

তাদের বেশিরভাগই এখন বাস করছেন তাঁবুতে। এরই মধ্যে অনেকেই ভাঙা ঘরবাড়ি মেরামত শুরু করেছেন।

এর আগে সকালে মাঝিপাড়া এলাকায় যান সাবেক তথ্যমন্ত্রী ও সংসদ সদস্য হাসানুল হক ইনু। লণ্ডভণ্ড গ্রাম ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, সম্মিলিতভাবে প্রতিরোধ না করলে মৌলবাদ থেকে মুক্তি নেই। 

দুপুরের আগে ওই এলাকায় যান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নির্যাতিত মানুষের কথা শোনেন। সাংবাদিকদের জানান, মুহূর্তের পরিকল্পনায় এলাকার বাইরে থেকে লোকজন এসে এই হামলা করে। এসময় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনঃনির্মাণে অর্থ সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি। 

গত রোববার (১৭ অক্টোবর) ফেসবুকে ধর্ম অবমাননার জেরে পীরগঞ্জ মাঝি পাড়াসহ আশেপাশের তিন গ্রামের ২০টি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। ভাংচুর করে লুটপাট করা হয় আরো ৩৫টি বাড়িতে।


একাত্তর/এসজে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সাতজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
টাঙ্গাইলে ফেসবুকে ‌‘মুসলমানদের নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ মুসল্লিরা। এসময় বাড়ির প্রায় সব কিছুই ভেঙে ফেলা হয়।
রাঙ্গামাটিতে বৌদ্ধ বিহারে ভাঙচুর, লুটপাট ও সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।
উন্নয়নে বদলে যাওয়া পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত