সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

টাঙ্গাইলে ‘মুসলমানদের নিয়ে কটূক্তি’র অভিযোগ, বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম

টাঙ্গাইলে ফেসবুকে ‌‘মুসলমানদের নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ মুসল্লিরা। এসময় বাড়ির প্রায় সব কিছুই ভেঙে ফেলা হয়।

শনিবার (২৯ মার্চ) রাতে জেলার সখীপুর উপজেলার বড়চওনা এলাকায় শঙ্কর সাহা নামে এক ব্যক্তির বাড়িতে এই হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ নিয়ে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গেছে, কেউ কেউ এই ঘটনার ফেসবুক লাইভ করছেন। হামলাকারীরা নিজেদের তৌহিদি জনতা দাবি করে বাড়িটি সব আসবাবসহ টিনের বেড়া, চালা সব গুড়িয়ে ফেলছেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, এর আগে, স্থানীয় একটি মসজিদ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের শান্ত থাকার জন্য বলা হচ্ছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতেও বার বার অনুরোধ করা হচ্ছে। 

এসময় পোস্টদাতার উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, তিনি দাবি করেছেন তার ফেসবুক আইডিটি হ্যাডকড। তবে তা বিশ্বাসযোগ্য নয়, তিনি ক্ষমার অযোগ্য। পুলিশ প্রশাসন বিষয়টি জেনেছেন, সখীপুরের অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তার এসেছেন। তারা বিষয়টি দেখবেন। ততক্ষণ সবাই শান্ত থাকুন।

কিন্তু কিছু মানুষ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মিছিল করার পরামর্শ দেন এবং সেখান থেকেই একটি মিছিল বের হতে দেখা গেছে। তারপর চলে দেদারে ভাঙচুর।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিকে শংকর সাহার ফেসবুক আইডি থেকে মুসলিম বিদ্বেষী একটি পোস্ট দেখা যায়। পরে রাতে স্থানীয় বিক্ষুব্ধ মুসুল্লিরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

এ বিষয়ে সখীপুর অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ভাঙচুরের ঘটনা শুনেছেন। তবে কেউ এ নিয়ে কোনো অভিযোগ করেননি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে ওই রাতেই শঙ্কর সাহা থানা জিডি করেছেন বলে জানা গেছে।

একাত্তর/এসি
কুমিল্লার মুরাদনগরে কড়াইবাড়ি গ্রামে ‘মব’ সৃষ্টি করে পিটুনি ও কুপিয়ে এক পরিবারে তিন জনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ‘২৪ ঘণ্টায় মামলা হয়নি’ শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর...
কুমিল্লায় এক পরিবারে দুই নারীসহ তিন জনকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখনও মামলা হয়নি। পাশাপাশি নির্মম ওই হত্যায় একদল মানুষ অংশ নিলেও এখন পর্যন্ত আটক হয়নি কেউই।
ঈদযাত্রায় উত্তরবঙ্গের লেনে গাড়ি চাপ বাড়লে ঢাকামুখী গাড়ির জন্য বিকল্প ভাবছে টাঙ্গাইলের পুলিশ। তারা বলছেন, যদি ওই লেনে গাড়ি চাপ থাকে তাহলে ভুয়াপুরের গোল চত্বরে থেকে এলেঙ্গা লিংক রোড দিয়ে ঢাকামুখী...
টাঙ্গাইলে জর্ডান থেকে ফেরত এক নারী ও তার পরিবারকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় লুট হওয়া তিনটি মোবাইল ও ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত