সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

কুমিল্লায় হামলার তদন্তে আরো দুদিন সময় নিলো কমিটি

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৬:৫৩ পিএম

পাঁচদিনেও জমা পড়েনি কুমিল্লার সাম্প্রদায়িক হামলায় তদন্ত প্রতিবেদন। অথচ, নির্দেশ ছিলো তিন দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার। এরিমধ্যে আরো দুই দিন সময় নিয়েছে তদন্ত কমিটি। 

এই ঘটনার আটটি মামলায় জামায়াত নেতা ও সিটি কাউন্সিলারসহ নামে-বেনামে হাজারখানেক লোককে অভিযুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত আটক হয়েছে ৪৩ জন। 

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে এখনো থমথমে কুমিল্লায় মানববন্ধনসহ প্রতিবাদ, বিক্ষোভ মিছিল চলছে প্রতিদিনই। সবার দাবি ঘটনার মূল হোতাকে খুঁজে বের করার।

প্রত্যক্ষদর্শীরা মনে করেন, ঘটনার পেছনে এলাকারই প্রভাবশালীদের ইন্ধন আছে। তাই সবদিক বিবেচনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। 

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, এই ঘটনায় কেউ ছাড় পাবে না। তিনটি কমিটি ঘটনার তদন্ত করছে, শিগগিরই প্রতিবেদন জমা হবে।

তিনি জানান, উচ্চ পর্যায়ের নির্দেশে দুটি বিষয়কে সামনে রেখে তাদের তদন্ত চলছে। প্রথমত, দেশের একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল। দ্বিতীয়ত, তৃতীয় কোনো শক্তি। এছাড়া বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: 'সাম্প্রদায়িক আক্রমণ দেশের জন্য অশনি সংকেত'

পাশাপাশি সব গোয়েন্দা সংস্থা মাঠে আছে। হামলার আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রতিমা ভাঙচুরে যারা অংশ নিয়েছে, ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে।

ঘটনার পর থেকে বেশ কয়েকটি সংগঠন ছুটে গেছেন ঘটনাস্থলে। আওয়ামী লীগের নেতাকর্মী, জাতীয় ঐক্য সংহতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ডা. জাফর উল্লাহ, পূজা উদযাপন পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন।

গত ১৩ অক্টোবর নগরের নানুয়াদিঘীর পাড়ে অস্থায়ী পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর আর অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে আটটি। মামলার এজাহারে উল্লেখ আছে ৯২ জনের নাম। 


একাত্তর/এসজে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সাতজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
টাঙ্গাইলে ফেসবুকে ‌‘মুসলমানদের নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ মুসল্লিরা। এসময় বাড়ির প্রায় সব কিছুই ভেঙে ফেলা হয়।
রাঙ্গামাটিতে বৌদ্ধ বিহারে ভাঙচুর, লুটপাট ও সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।
উন্নয়নে বদলে যাওয়া পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী।
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সিলেটে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত