সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

আসপিয়ার চাকরির জন্য নির্মলেন্দু গুণের অনশনের ঘোষণা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০২:৩৩ পিএম

বরিশালে পুলিশে নিয়োগ পরীক্ষার সকল ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পরও ভূমি জটিলতায় আসপিয়া ইসলামের চাকরি না হলে অনশনে বসার ঘোষণা দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

নিজের ফেসবুকে করা একটি প্রতিবাদী পোস্টে এমনই মন্তব্য করেছেন তিনি।

পোস্টে কবি লেখেন, ভূমিহীন হলে পুলিশের চাকরি করা যাবে না—এ রকম একটা আইন আছে, সেটাই তো জানতাম না। মেধা তালিকায় পঞ্চম হয়েও ভূমিহীন বলে বরিশালের আসপিয়া চাকরি পাবে না, এটা হতে পারে না। হতে দেওয়া যায় না। এই আইন বাতিল কিংবা সংশোধন করে তাকে চাকরি দেওয়া হোক। নইলে আমি অনশনে বসবো।

আসপিয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে এরইমধ্যে ছড়িয়ে পড়ায় অনেকেই এ প্রক্রিয়ার নিন্দা জানিয়েছে। কবি নির্মলেন্দু গুণের অনশনে বসার ঘোষণাকে সমর্থন জানিয়ে তার সঙ্গে অনশনে বসার আগ্রহও দেখিয়েছেন অনেকে।

এর আগে, বরিশালে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করে উত্তীর্ণ হন আসপিয়া। কিন্তু স্থায়ী ঠিকানার জায়গায় ৩৫ বছর ধরে বসবাস করা স্থানের নাম দিলেও নিজেদের ভূমি না থাকায় পুলিশি যাচাইয়ে তা আটকে যায়। এরপর সমস্যার সমাধান করতে পুলিশের রেঞ্জ ডিআইজির সঙ্গে দেখা করেও কোনো কাজ হয়নি।

আরও পড়ুন: ভূমিহীন হওয়ায় পুলিশের চাকরি হচ্ছে না আসপিয়ার

বরিশালের হিজলার খুন্না-গোবিন্দপুরের মেয়ে আসপিয়া। গত ১৪ থেকে ১৬ই নভেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে স্বাস্থ্য পরীক্ষায় পাশ করে ১৭ই নভেম্বর লিখিত পরীক্ষায় বসেন তিনি। ২৩শে নভেম্বর লিখিত ও ২৪শে নভেম্বর মৌখিক পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করে উত্তীর্ণও হন। তবে চূড়ান্ত নিয়োগের আগে আসপিয়ার কোন স্থায়ী ঠিকানা না পাওয়ায় তার চাকরি হবে না বলে জানিয়ে দেয় প্রশাসন।

গত ৩৫ বছর ধরে বরিশালে হিজলায় উপজেলায় বসবাস করছে আসপিয়ার পরিবার। তার পরিবারের চার সদস্যও ওই এলাকারই ভোটার। তার বাবা শফিকুল ইসলাম ২০১৯ সালে মারা যান। তিনিও ওই এলাকার ভোটার ছিলেন। বড় ভাই ঢাকায় গার্মেন্টসে এবং মেজ বোন একটি রেস্তোরাঁয় বাবুর্চির কাজ করেন। আর সেজ আসপিয়া হিজলা ডিগ্রি কলেজে বিএতে পড়াশোনা করছেন। ছোট বোন প্রাইমারি স্কুলে পড়ছে।


একাত্তর/টিএ

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গাজীপুর থেকে চার নারীসহ সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব।
৩০ দিন ছুটি নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন আক্তার লিজা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর চাকরি থেকে ইস্তফা দিয়েছেন...
অবশেষে চাকরি পেলেন 'দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই' বিজ্ঞাপন দেওয়া বগুড়ার জহুরুলনগরের মো. আলমগীর কবির। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে রিটেল চেইন স্বপ্নের রিসার্চ...
অবশেষে চাকুরিতে যোগ দিয়েছেন বরিশালের হিজলা উপজেলার আলোচিত সেই আসপিয়া ইসলাম। পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তিনি।শনিবার (২৫ ডিসেম্বর) পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত