ভোলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ৪৫ জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৫ জনকে কারাদণ্ড এবং ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য বিভাগ জানিয়েছে, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে ভোলার ইলিশা ও কাচিয়া এলাকার মেঘনা নদীতে শনিবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করার সময় ১০টি ট্রলারসহ ২৯ জেলেকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ বিভিন্ন ধরনের জাল ও এক মণ মাছ উদ্ধার করা হয়।
আটক জেলেদের মধ্যে ১৫ জনকে ২০ দিনের জেল ও ১৪ জনকে জরিমানা করে ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদ।
এছাড়াও তজুমদ্দিন উপজেলায় আটক তিন জেলেকে জরিমানা করা হয় ও চরফ্যাশন উপজেলায় ১৬ জেলেকে আটক করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে অভিযানের সময় জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ দুস্থদের দেয়া হয়।
আরও পড়ুন: ৩০ টাকা বেশিতে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা
উল্লেখ্য, ইলিশসহ সব মাছে উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার ১৯০ কিলোমিটার এলাকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।
একাত্তর/আরএ