গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা (৪৫) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে নগরের কোনাবাড়ি থানাধীন বাঘিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী শ্রমিক বাঘিয়া এলাকার লিয়াকত সরকারের স্ত্রী। তিনি কোনাবাড়ির একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
আরও পড়ুন: বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
জিএমপি'র কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ওই নারী দুপুরে বাসায় সাংসারিক কাজ করছিলেন।
এসময় একটি টিন সরিয়ে বিদ্যুতের তারের উপরে রাখায় তার লিক হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একাত্তর/এসজে