সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

সাত সদস্যের একটি পরিবারের ছয়জনই প্রতিবন্ধী

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮:৪৬ পিএম

সাত সদস্যের পরিবারে ছয়জনই প্রতিবন্ধি। শেরপুরের নালিতাবাড়ীর পশ্চিম সমশ্চূড়া এলাকার ছফর-জহুরা দম্পতির ১১ সন্তানের মধ্যে ছয়জনই জন্মের পর থেকেই প্রতিবন্ধী। 

অসহায় পরিবারটির সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন এলাকাবাসী। 

শেরপুরের নালিতা বাড়ীর পশ্চিম সমশ্চূড়া এলাকার পঞ্চাশোর্ধ রমিজা, আজগর, জয়নাল, রহিমা, কুলসুম এবং ফাতেমা। সম্পর্কে ভাই বোন হলেও এদের কেউই কথা বলতে পারেন না।

আরও পড়ুন: মহেশখালীর সোনাদিয়া থেকে দেড় শতাধিক রোহিঙ্গা আটক

এলাকাবাসী বলছেন, মৃত ছফর উদ্দিন ও জহুরা দম্পতি জন্ম দেন ১১ সন্তান। নানা অসুখে চার সন্তান মারা যায়। জীবিত সাত সন্তানের মধ্যে ছয় সন্তানই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী।

সুস্থ থাকা ভাই মোহাম্মাদ আলী আগে কাজ করে খাওয়াতে পারলেও এখন তিনি নুয়ে পরেছেন বয়সের ভারে। 

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, সরকারিভাবে তাদের যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা অবশ্যই করা হবে। প্রতি মাসে এই পরিবারকে ৬০ কেজি চাল দিচ্ছে জেলা প্রশাসন।

অন্যদিকে, পরিবারটির সহায়তায় সরকার ও বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শেরপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান।


একাত্তর/এআর


শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
শেরপুরের নালিতাবাড়ীতে ফসল রক্ষার্থে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক মাদি বন্য হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বগুড়ায় বেপরোয়া একটি ট্রাক একজন পথচারীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দিয়েছে। এতে ওই পথচারী ও নছিমনে থাকা এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত...
শেরপুরের নালিতাবাড়ীতে ফসল রক্ষার্থে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক মাদি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার সীমান্তবর্তী লাল টেঙ্গুরনামা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন মারা গেছেন। 
প্রধান উপদেষ্টার চীন সফরে মূল নজর থাকবে দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ কীভাবে বাড়ানো যেতে পারে সেই বিষয়টি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত