চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। এদের মধ্যে পাঁচজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, শতবর্ষী স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষক সংকটসহ অভ্যন্তরীণ সমস্যা নিরসনের দাবিতে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাংনীতে ছাত্রলীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কলেজের সমস্যা নিয়ে মানববন্ধনের অনুমতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। পরে ক্যাম্পাসের বাইরে ছাত্র ইউনিয়ন মানববন্ধন করতে গেলে হামলার ঘটনা ঘটে।
তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি বলে জানিয়েছেন তিনি।
একাত্তর/এসজে