নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচ মামলার আসামি জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ আগস্ট) বিকেলে চারটার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বড়ো হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাওলানা আলাউদ্দিন সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্ত চলছে: এমপি বাহার
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, আলাউদ্দিন জেলা বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম থানার পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
একাত্তর/এসি