সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত চার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০২:৪৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়ী সুমন মোহাম্মদ পাটোয়ারী তানোন হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অভিযান চলাকালে আসামিদের হামলায় আহত হয়েছেন মূল আসামিসহ তিন পুলিশ সদস্য।

রোববার (২১ আগস্ট) রাতে টঙ্গী পশ্চিম ও টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টঙ্গির এরশাদনগর এলাকার মোবারক হোসেন (২২), দত্তপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর (২০), একই এলাকার সাকিব (২২) ও আউচপাড়া এলাকার ইসমাইল হোসেন (৩৮)। 

পুলিশ জানায়, রোববার রাতে ২০-২৫ জনের একটি দল পূর্ব শত্রুতার জের ধরে টঙ্গীর বড়দরা এলাকায় বসবাসকারী সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানোনকে (৩৩) কুপিয়ে হত্যা করে। এসময় তাদের হামলায় আহত হন তোদের নোয়াগাঁও এলাকায় বসবাসকারী সালাউদ্দিন তুহিন (২৮)। 

জিএমপি'র উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে তার নেতৃত্বে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার চারটি টিম এবং সহকারী পুলিশ কমিশনারের (ডিবি) নেতৃত্বে দুইটি টিম কাজ শুরু করে। তারা টঙ্গী পশ্চিম ও টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। 

এসময় মূলহোতা মোবারককে নিয়ে টঙ্গী পূর্ব থানাধীন কসাইবাড়ি রেলগেটে তার সহযোগীদের গ্রেপ্তার করতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে শটগান ব্যবহার করে গুলি করে। 

আরও পড়ুন: রাজধানীতে পুলিশ হেফাজতে মৃত্যু: সিসিটিভিতে যা দেখা গেছে

এক পর্যায়ে সহযোগী আসামিরা পালিয়ে গেলে মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় পুলিশের তিন সদস্যও আহত হন। 

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছোরা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে জানিয়ে মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

গাজীপুরে একটি চলন্ত কমিউটার ট্রেনে আগুন লেগেছে। পরে ট্রেনটি সাতখামার স্টেশনে থামানো হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ আছে।
গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। সংঘর্ষের পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণ করে।
ঈদ যাত্রায় ভোর থেকেই গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া অন্য অংশে বেলা...
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত