যে শিক্ষক শিক্ষার্থীদের কান ধরার শাস্তি দেন, এবার সেই শিক্ষিককে
জনসমক্ষে কান ধরে উঠ বস করার শাস্তি দেয়া হয়েছে। অভিযোগ, প্রধান শিক্ষিকের ছবি কেনো
ফেসবুকে দেয়া হলো।
এতে ক্ষুব্ধ হয়ে রাজশাহীর পবার হাড়ুপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদাউসকে কান ধরে উঠবস করিয়েছেন একই স্কুলের প্রধান শিক্ষিক নাজমা ফেরদৌসি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায় একজন পুরুষ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউসকে কান ধরে উঠবস করার জন্য নির্দেশ দিচ্ছেন।
যার কন্ঠ শোনা যাচ্ছে তার নাম আব্দুল আজিজ। তিনি হাড়ুপুর এলাকার বাসিন্দা। ঘটনার দিন স্কুলের প্রধান শিক্ষিক তাকে ডেকে স্কুলে আনেন এবং জান্নাতুলের বিরুদ্ধে সালিস বসে।
জান্নাতুলের বাড়িতে লোক পাঠিয়ে তার মোবাইল ফোন বাজেয়াপ্তও করেন প্রধান শিক্ষিক। অভিযোগ জান্নাতুলের ফেসবুকের স্টোরিতে প্রধান শিক্ষিকের ছবি পোস্ট করা হয়েছে।
এই ঘটনার বিচার চেয়ে পবা উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেন সাজাপ্রাপ্ত শিক্ষিক। তদন্ত করে জেলা আফিসে এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।
পবা উপজেলার শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, সোমবার তিনি তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন। এরপর সেদিনই বিকালে তদন্ত প্রতিবেদনের ওপর ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছেন।
জান্নাতুল ফেরদৌসি জানান, তার স্মার্ট ফোন সেট ইন্টারনেট ব্যবহার করে তার সন্তানেরা। তিনি নিজে খুব একটা ফেসবুক বুঝেন না।
আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির ভাঙচুরের পর ত্রিমুখী সংঘর্ষে আহত ১২
এই ঘটনায় প্রধান শিক্ষকের ফোনে যোগাযোগ করে, বার্তা পাঠিয়ে কোনো বক্তব্য জানা যায়নি। তবে, একাধিক শিক্ষক নাম-পরিচয় গোপন রেখে ঘটনার সত্যতার কথা জানিয়েছেন।
এলাকায় একটি ছবিটি এখন সবার হাতে হাতে। জান্নাতুল ফেরদৌসি মনে করেন, দেড় যুগের শিক্ষকতা পেশায় এই অবমাননাকর ঘটনার প্রতিকার হতে পারে দায়ীদের শাস্তি।
একাত্তর/আরবিএস