কুড়িগ্রামের রৌমারীতে অটোরিকশার সাথে ইউএনওর গাড়ীর ধাক্কায় আটজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, আহতদের মধ্যে অটোচালকসহ সাতজন ও ইউএনওর গাড়িতে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর আনছার আলী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রৌমারীর ইউএনও উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করে গাড়িতে ফিরছিলেন। গাড়িটি শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় পৌঁছলে একটি অটোরিকশা স্পিড ব্রেকারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ইউএনওর গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এতে অটো রিকশাচালকসহ অটোরিকশায় থাকা সাতজন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর আনছার আলী গুরুতর আহত হন।
আরও পড়ুন: টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ৩৪ রোহিঙ্গা উদ্ধার
আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে গুরুতর আহত অটোচালক ফজলুল হক ও ফজল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, আহতদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/জো