মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এবং মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে সাত অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে শুক্রবার রাত ১২টার পর। কিন্তু পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১০ ঘণ্টা আগেই ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।
শুক্রবার (২৮ অক্টোবর) বেলা দুইটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ (তেঁতুলিয়া অংশ) নদীতে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন, দুপুর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে মাছ ধরার ট্রলার আর জেলের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যার আগেই নদীতে দেখা যায় হাজারের বেশি মাছ ধরার ট্রলার।
এ সময় নদী জাল ফেলে তাদের মাছ শিকার করতে দেখা গেলেও মৎস্য বিভাগ কিংবা প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি।
তবে জেলেদের দাবি, তারা নদীতে টহলরত প্রশাসনের মৌখিত অনুমতি নিয়ে মাছ ধরতে নেমেছেন।
তারা জানান, প্রশাসনের একটি টহল ট্রলার অভিযান শেষে যাওয়ার সময় তাদের দুপুর থেকে মাছ ধরার মৌখিক অনুমতি দিয়ে গেছেন। কিন্তু কোন সময় থেকে মাছ ধরার মৌখিক অনুমতি দিয়েছেন এর কোনো সদুত্তর দিতে পারেননি জেলেরা।
ওই নদীতে মাছ শিকারি উপজেলার চরমোন্তাজ এলাকার জেলে মহিব্বুল সরদার ও জাকির বলেন, সবাই মাছ ধরে, আমরাও ধরি। চারদিকে দেখেন।
একই নদীতে মাছ শিকার করা গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের জেলে রাকিব হোসেন বলেন, দুপুর দুইটার দিকে আমাদের অনুমতি দেওয়া হয়েছে। এর পর আমরা বের হই। এখন হাজারের মতো জেলে আছে। আরও বাড়বে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় এখনও শেষ হয় নাই। প্রশাসনের লোক বলে যাওয়ায় আমরা বের হয়েছি। তা না হলে রাত ১২টার পর এক সঙ্গে বের হওয়ার কথা ভাবছিলাম।
প্রশাসন কারা অনুমতি দিয়েছে জানতে চাইলে ওই জেলে বলেন, পোশাক পড়া পাঁচজন ছিল, আর দুইজন সাদা গেঞ্জি পড়া।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বাবুল বলেন, নিষেধাজ্ঞা শেষের আগে ইলিশ ধরার সুযোগ নেই। আজ বিকেলে কোস্টগার্ড অভিযানে নেমেছে। আমরা নামিনি।
আরও পড়ুন: কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই কেন মাছ ধরা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো খবর পাইনি। বিষয়টি কোস্টগার্ডকে জানাচ্ছি।
এ ব্যাপারে কোস্টগার্ড রাঙ্গাবালী আউট পোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আসলামুল হক প্রিয় বলেন, আমি দুপুর থেকে বিকেল পর্যন্ত আগুনমুখা নদীর এদিকে অভিযান চালিয়ে আসছি। সন্ধ্যার পর আবারও যাবো। মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন, আমি এদিকে নেমেছি, আপনি ওদিকে (আগুনমুখা) নামেন।
একাত্তর/এসি