রাজবাড়ীতে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খামারবাড়ী গ্রামের বড়পুল থেকে মো. সাকিব মণ্ডল নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি সাকিব মণ্ডল বালিয়াকান্দি উপজেলার বিল পাকুরিয়া গ্রামের বাসিন্দা।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সোনাপুর মোড় হতে শমসের মার্কেটের মধ্যবর্তী খামারবাড়ী গ্রামের বড়পুল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে তিন লাখের কাছাকাছি।
আরও পড়ুন: নরুন্দিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ
এ ঘটনায় কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
একাত্তর/আরএ