রাজবাড়ীর পদ্মায় একটানে বড় আকারের পাঁচটি পাঙাশ মাছ উঠেছে, যেগুলোর ওজন ৯ থেকে ১৩ কেজির মধ্যে।
দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের নীচে শুক্রবার সকালে জেলে আসলাম হালদারের জালে মাছগুলো ধরা পরে। দুই আড়তদার মিলে পাঁচটি মাছ কিনে নিয়েছেন।
স্থানীয় জেলে আসলাম হালদার বলেন, পদ্মায় পানি বাড়ছে। তাই বড় মাছের আশায় শুক্রবার ভোর থেকেই জাল ফেলা শুরু করি।
‘সকাল ১১ টার সময় জালে টান পরলে দ্রুত নৌকায় টেনে তোলার পর দেখি পাঁচটি পাঙাশ মাছ ধরা পড়েছে।’
এই পাঁচটি পাঙাশের মধ্যে একটির ওজন ১৩ কেজি, একটি ১২ কেজি, ১০ কেজির দুইটি এবং আরেকটি ৯ কেজি ওজনের।
এই ৫৪ কেজি ওজনের পাঁচটি মাছ বিক্রির জন্য ৬ নম্বর ফেরি ঘাটে নিলাম ডাকা হয়। ১৩০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার ২০০ টাকায় মাছগুলো কিনে নেন দুই আড়তদার।
একাত্তর/আরবি