সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

‘সব কিছু রেডি রাখবি, নইলে কোপ’, সোনারগাঁয়ে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

গেলো ২৫ মার্চ এই হুমকি সম্বলিত চিঠি প্রথম পাঠানো হয়। এরপর আবারও (১ এপ্রিল) মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা একই ধরনের চিঠি দিয়েছে। 

চিঠিতে বলা হয়, “আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু।”

এই ঘটনা দেখে সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়া বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরবর্তীতে তারা সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমানকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূঁইয়া বলেন, গত ২৫ মার্চ অজ্ঞাত ব্যক্তিরা আমার বাড়ি ও দলিল লেখক আব্দুর রউফের বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি ফেলে যায়। এরপর আবারও মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে লিখে রাখে— “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ।” এই ঘটনায় আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই, তবে জায়গা-জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে একটি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, চিঠির মাধ্যমে ডাকাতির হুমকি সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির খবর পাওয়া গেছে। গৃহস্থের ভাষ্য, এসময় ডাকাতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে (২৫) আটক করা হয়েছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন ছেলে ইয়াসীনের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
আমেরিকার প্রেসিডেন্ট ক্রেমলিনের ওপর অসন্তোষ প্রকাশ করার পর, ইউক্রেনজুড়ে সাত শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ২০০ জন কৃষক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এটি কোনো সীমান্তরক্ষী বাহিনীর কাজ হতে পারে না, এটি সন্ত্রাসী আচরণ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত