সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

লক্ষ্মীপুরে আদালতে আইনজীবী-কর্মচারীদের হাতাহাতি

আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:৩০ পিএম

লক্ষ্মীপুর জেলা জজ আদালতে জামিন সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় একজন আহত হয়েছেন। 

রোববার (১৫ জুন) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ এই উত্তেজনাকর ঘটনা ঘটে। এর প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার রায়পুরের প্রভাষক আহমেদ কাউসার উদ্দিন জামান ও তার সহযোগী রুবেলের বিরুদ্ধে আদালতেরই এক আইনজীবী আবু তৈয়ব সদর থানায় চুরির মামলা করেন। অভিযোগে বলা হয়, তারা গেট ও পিলার কেটে পিকআপে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। মামলায় তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করলেও বিচারক এম সাইফুল ইসলাম ১০ জুন আসামিদের ১০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। বিচারকের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন আইনজীবীরা। তারা অভিযোগ করেন, আসামিরা হাতেনাতে ধরা পড়লেও দ্রুত জামিন পেয়ে গেছে, যা ন্যায়বিচারের পরিপন্থি। 

অন্যদিকে আসামিপক্ষ জানায়, বাদি আইনজীবী হওয়ায় তারা নিজেদের পক্ষে কোনো আইনজীবী পাননি। এমনকি লিগ্যাল এইড থেকে প্রাপ্ত আইনজীবীরাও শুনানিতে অংশ নিতে ভয় পান।

ঈদের ছুটি শেষে রোববার আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারকের আদালত বর্জনের ঘোষণা দেয়া হয়। এসময় কিছু আইনজীবী বিচারকের কক্ষে প্রবেশ করে ঘোষণা দিতে গেলে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিচারকের নির্দেশে দরজা বন্ধ করতে গেলে স্টেনোগ্রাফার আশরাফুজ্জামান আহত হন। পরে বিচারক এজলাস ত্যাগ করেন।

আহত আশরাফুজ্জামান বলেন, আমি দরজা বন্ধ করতে গেলে কয়েকজন আইনজীবী হামলা করে। এতে আমি মাথায় আঘাত পাই। 

তবে আইনজীবী অ্যাডভোকেট আশিকুর রহমান পাল্টা অভিযোগে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত জানাতে গিয়েছিলাম, উল্টো আমাদের ওপর কর্মচারীরা হামলা করে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিক উল্যাহ বলেন, এই জামিনের সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা তার আদালত বর্জন করছি। 

আরবিএস
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়া চন্দ্রগঞ্জ-রায়পুর সড়কের উন্নয়ন দাবিতে লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা’ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় সেনাবাহিনী ও র‌্যাবের হাতে গ্রেপ্তার আট জনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।
কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়া শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত