গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্খা পূর্ণ করতে হবে। পরে নির্বাচনের কথা ভাবতে হবে।
রোববার গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্খার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নুর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জন সমর্থন পাওয়া। ডান-বাম-বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে।
সংস্কারের পর কেন নির্বাচন এই প্রসঙ্গে নুর বলেন, বিভিন্ন বাহিনী চাঁদাবাজসহ মাফিয়াদের দমন করেছে। বন্ধ হয়ে যাচ্ছে তাদের অবৈধ ইনকামও। তাই নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছেনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি, তাই জনগণের ক্ষোভ বাড়ছে। এ বিষয়গুলো দেখার পাশাপাশি প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সেদিকে নজর দেওয়ার আহবানও জানান নুর।
গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শহরের শতাধিক মানুষ নুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগ দেন।