বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে আটক ৫৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে ১৮ জন নারী ও ৩৮ জন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার বিকেল তিনটায় আটকদের আদালতে হাজির করা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে যৌথ বাহিনীর অভিযানে ভয় ও আতঙ্কে রুমা ও থানছির অধিকাংশ বম গ্রাম জনশূন্য হয়ে পড়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন জানান, বাকি সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।
দুই এপ্রিল রাতে ও তিন এপ্রিল দুপুরে কেএনএফের সশস্ত্র সদস্যরা রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি করে।
ব্যাংকে লুটপাট ছাড়াও অস্ত্রের মুখে সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা।
থানচিতে তিনটি গাড়িতে চড়ে দিনদুপরে গুলি করতে করতে ব্যাংক ডাকাতি করতে আসে কেএনএফ সদস্যরা।
নগদ টাকাসহ লুট করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। পরে র্যারের মধ্যস্থতায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়।
সশস্ত্র সন্ত্রাসীরা আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ তল্লাশি চৌকিতেও হামলা চালায়।
পরে এ ঘটনায় আটটি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার পর জড়িতদের ধরতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে ছয় এপ্রিল যৌথ বাহিনী সাড়াঁশি অভিযান শুরু হয়। দুই দিনের অভিযানে অভিযানে ১৮ নারীসহ ৫৬জনকে আটক করে যৌথ বাহিনী।