সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

মুক্তিপণ পেয়েও দুই নাবিককে নিয়ে যেতে চাচ্ছিলো জলদস্যুরা

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:৪১ পিএম

মুক্তিপণ পাওয়ার পরও ইউরোপিয়ান নেভির হাত থেকে বাঁচতে এম ভি আবদুল্লাহ’র দুই নাবিককে জিম্মি করে স্পিডবোটে নিজেদের সাথে নিয়ে যেতে চেয়েছিলেন সোমালিয়ান জলদস্যুরা। শেষে কর্তৃপক্ষের অনুরোধে নৌবাহিনীর জাহাজটি ১৫ নটিক্যাল মাইল দূরে সরে গেলে রাতে জাহাজ ছাড়ে জলদস্যুরা।

তাদের কবলে থাকা সেই শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন মুক্তি পাওয়া নাবিক আইনুল হক।

সোমালিয়ান উপকূলের কাছেই নোঙর করা ছিল এমভি আবদুল্লাহ। তাই হেলিকপ্টার থেকে ফেলা মুক্তিপণ পেয়েই চারটি স্পিডবোটে বেশ কয়েকজন জলদস্যু চলে যেতে পারলেও ইউরোপিয়ান নেভির জাহাজ কাছাকাছি চলে আসায় আটকে যায় সোমালিয়ান দস্যুদের দুইটি স্পিডবোট।

এমভি আবদুল্লাহ’র নাবিক আইনুল হক।

এমভি আবদুল্লাহ’র নাবিক আইনুল হক জানান, নিরাপদে পালিয়ে যেতে জলদস্যুরা এসময় দুই নাবিককে জিম্মি করে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। শেষে কর্তৃপক্ষের অনুরোধে ইউরোপিয়ান নৌবাহিনীর জাহাজ ১৫ নটিক্যাল মাইল দূরে সরে গেলে রাতে জাহাজ ছাড়ে বাকি জলদস্যুরা।

তিনি আরও জানান, জলদস্যুদের সাথে মেশিনগান ছাড়াও ছিল রকেট লঞ্চার। মুক্তিপণ না দিলে সবাইকে গুলি করে মারার পাশাপাশি জাহাজ উড়িয়ে দেওয়ায় হুমকিও দেয় দস্যুরা।

মুক্তিপণ দেওয়ার পরও কোন দুই নাবিককে জলদস্যুরা ধরে নিয়ে যায়, নাবিকরা সেই উৎকণ্ঠায় ছিলেন বলেও জানান এমভি আবদুল্লাহ’র নাবিক আইনুল। শেষ পর্যন্ত মুক্তি পেয়ে স্বদেশে ফিরতে পেরে খুশী আইনুল আর তার স্বজনরা।

গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ। গত ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের জিম্মিদশা থেকে মুক্ত হয় বাংলাদেশি জাহাজ ও ২৩ নাবিক।

 

একাত্তর/জো
হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি...
পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকায় জেলেদের ওপর হামলা চালিয়ে একজনকে অপহরণ করেছে বনদস্যু শরীফ বাহিনী। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবি করেছে। 
সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড। 
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহৃত ১৫ জেলের মধ্যে দশজন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও এখনও জলদস্যুদের হাতে একটি ট্রলারসহ জিম্মি রয়েছেন পাঁচ জেলে। 
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। আর তার জন্য অবসর ভাঙিয়ে ফেরানো হয়েছে সুনীল ছেত্রিকে। এই ঘটনায় রীতিমত রেগে আগুন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানিয়েছেন, তরুণদের সুযোগ না দিয়ে এবং তাদের...
সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত...
ইনজুরি ছিটকে দিলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএমটেন। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে, আর পুরোটা সময় লিও...
দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভেকি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত