লক্ষ্মীপুর সদর উপজেলায় আলাদা স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ও চররুহিতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলো- চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), আব্দুল আসাদের ছেলে মো. আল-আমিন (৫), এবং চররুহিতা ইউনিয়নের চররুহিতা এলাকার মো. সোহাগ হোসেনের মেয়ে আলিফা আক্তার (দেড় বছর)।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী এবং একসঙ্গে খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে পথেই তাদের মৃত্যু হয়।
অপরদিকে আলিফা আক্তার বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অরূপ পাল জানান, শিশুগুলো হাসপাতালে আনার আগে মারা গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মোন্নাফ বলেন, কোনো পরিবার এ নিয়ে অভিযোগ করে নাই।