রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দৌলতদিয়া কাঁচা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতার মণ্ডল (২৮) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহাদত মেম্বারপাড়া এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কাঁচা বাজারের পাশে বিআইডব্লিউটিয়ের পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটি ওঠানোর সময় খুঁটির পাশের ট্রান্সমিটারের তারের উপর পড়ে আফতার বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, শ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।