সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

মেয়ের কাঁধে ভর করে ভোট দিলেন ৭৫ বয়সী আমেনা

আপডেট : ০৮ মে ২০২৪, ১২:১৫ পিএম

সারাদেশের মতো রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন চলছে। বুধবার সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট দিয়ে ভালো পরিবেশের কথা জানিয়েছেন ভোটাররা।
 
ভোট শুরু হওয়ার পরপরই পাংশা উপজেলার রামকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ৭৫ বছর বয়সী আমেনা বেগম। 

এসময় তিনি বলেন, আর জীবনে ভোট পাবো কিনা জানিনা। তাই মেয়ের কাঁধে ভর করেই চলে এসেছি।  

এদিকে বাদ যাননি একই এলাকার ৭২ বছর বয়সী আব্বাস মিয়াও। তিনি এসেছেন ছেলের হাত ধরে।  নিজের ভোট নিজে দিতে পেরে খুশি তিনি। 

তবে ‍উপজেলা দুটির বেশির ভাগ কেন্দ্রেই পুরুষ ভোটার কম থাকলেও নারী ভোটার ছিল বেশ। বেলা ১১টায় পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, পাংশা ও কালুখালী উপজেলা থেকে এক লাখ ৭৭ হাজার ৬৬৫ জন পুরুষ এবং এক লাখ ৭১ হাজার ৩৬ নারী, তৃতীয় লিঙ্গের তিন জন সহ মোট তিন লাখ ৪৮ হাজার ৭০৪ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ১২৫টির মধ্যে ৯৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষনা করা হয়েছে। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় ছয় জন চেয়ারম্যান প্রার্থী, ৯ ভাইস চেয়ারম্যান পুরুষ  ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা আবু কায়সার খান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুটি উপজেলার নির্বাচনের জন্য নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি  ১৮টি টহল পুলিশের গাড়ি, দুই প্লাটুন বিজিবি, চার গাড়ি র‌্যাব সদস্য ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
ঘন কুয়াশায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তার মধ্যে আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে  সাত ঘণ্টা পর সকাল ৯টায় ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১০...
রাজবাড়ীতে বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলায় খালাস পেয়েছেন তিন জন। 
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে টানা চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর-দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত