সারাদেশের মতো রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন চলছে। বুধবার সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট দিয়ে ভালো পরিবেশের কথা জানিয়েছেন ভোটাররা।
ভোট শুরু হওয়ার পরপরই পাংশা উপজেলার রামকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ৭৫ বছর বয়সী আমেনা বেগম।
এসময় তিনি বলেন, আর জীবনে ভোট পাবো কিনা জানিনা। তাই মেয়ের কাঁধে ভর করেই চলে এসেছি।
এদিকে বাদ যাননি একই এলাকার ৭২ বছর বয়সী আব্বাস মিয়াও। তিনি এসেছেন ছেলের হাত ধরে। নিজের ভোট নিজে দিতে পেরে খুশি তিনি।
তবে উপজেলা দুটির বেশির ভাগ কেন্দ্রেই পুরুষ ভোটার কম থাকলেও নারী ভোটার ছিল বেশ। বেলা ১১টায় পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, পাংশা ও কালুখালী উপজেলা থেকে এক লাখ ৭৭ হাজার ৬৬৫ জন পুরুষ এবং এক লাখ ৭১ হাজার ৩৬ নারী, তৃতীয় লিঙ্গের তিন জন সহ মোট তিন লাখ ৪৮ হাজার ৭০৪ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ১২৫টির মধ্যে ৯৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষনা করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় ছয় জন চেয়ারম্যান প্রার্থী, ৯ ভাইস চেয়ারম্যান পুরুষ ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা আবু কায়সার খান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুটি উপজেলার নির্বাচনের জন্য নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ১৮টি টহল পুলিশের গাড়ি, দুই প্লাটুন বিজিবি, চার গাড়ি র্যাব সদস্য ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।