মাদারীপুরের শিবচরে একই দিনে তিনজনকে সাপে দংশন করেছে। এর মধ্যে দুইজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা গ্রামের লোকমান খান (৫২) বাড়ির পাশে বাদাম ক্ষেতে রাখা একটির ঝাঁকার নিচ থেকে হাতে কাঁচি তুলছিলেন। এসময় একটি সাপ তার হাতে দংশন করে। সাথে সাথে পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আরেক ঘটনায়, দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের আলেপখার খাঁড়াকান্দি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার (৪০) বাড়িতে নিজ খড়ের গাদা থেকে গরুর জন্য খড় বের করছিলেন। এসময় তাকে একটি সাপে দংশন করে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপর একটি ঘটনায়, সকালে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের খাসচর বাঁচামারা গ্রামের মোসলেম কাজী (৭৫) বাড়ি সংলগ্ন খালের পানিতে পাট জাগ দিচ্ছিলেন। এসময় তাকে একটি সাপে দংশন করে। তার চিৎকারে তার ছেলেসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা সুলতানা জানান, সাপের দংশনে তিনজন রোগী আজ হাসপাতালে এসেছেন। পরীক্ষা করে দেখা গেছে দুইজনকে বিষধর সাপে কাটেনি। তাই তাদের দুইজনকে এখনও অ্যান্টিভেনম দেয়ার প্রয়োজন হয়নি। তবে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে বাঁচামারা গ্রামের লোকমান খানকে বিষধর সাপে দংশন করেছে। চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনম দেয়ার সিদ্ধান্ত নিলে রোগীর স্বজনদের কাছে অনুমতিপত্রে স্বাক্ষর চাইলে তারা স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করেন। এ কারণে রোগীর স্বজনদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ঢাকায় রেফার করা হয়।