আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না বলে উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।
শুক্রবার (৭ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগর এলাকায় এনসিপির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তুষার বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করে নতুন বাংলাদেশ গড়তে চাই।
এনএসপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক তুহিন মাহমুদের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আল আমিন রাব্বি, নাগরিক পার্টির নেতা ইমন, পারভেজ, মোস্তফাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় মুখ্য সংগঠন তুহিন মাহামুদ।