গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
সোমবার (১৬ জুন) দিনগত গভীর রাতে টঙ্গীর মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী উত্তরা ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় কয়েকটি দলে ভাগ হয়ে পুরো বস্তি ঘিরে ফেলেন তারা।
অভিযানে পাওয়া যায় বিশেষ চেম্বার। যেখান থেকে বিক্রি করা হতো বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
বেশ কয়েকটি ঘরে অভিযান পরিচালনা করে পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও মাদক গ্রহণের সরঞ্জামাদি ও বেশ কিছু পরিমাণ নগদ টাকা।
ঘণ্টা দুয়েকের বেশি সময় যাবত চলে যৌথ বাহিনীর এই অভিযান। পরে সেখান থেকে আটক করা হয় ২৪ জন মাদক কারবারিকে।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক মনোহর আলী জানান, মাদকবিরোধী এ অভিযান নিয়মিত চলবে।