সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

ঝিনাইদহে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৯:২৮ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল পাঁচটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুজ্জামান (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এসময় তিনি সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, শহরের মেইন বাসস্টান্ডে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

একাত্তর/আরএ
দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আল আমীন নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
বগুড়ায় বেপরোয়া একটি ট্রাক একজন পথচারীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দিয়েছে। এতে ওই পথচারী ও নছিমনে থাকা এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত...
জয়পুরহাটে প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান...
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত