নড়াইলে একটি জাহাজের সুকানি হত্যায় তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। তার মধ্যে দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় খালাস পেয়েছেন একজন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এই আদেশ দেন।
দণ্ডিতদের মধ্যে যাবজ্জীবন সাজার আসামিরা হলেন- পটুয়াখালী জেলার চামটা গ্রামের মো. ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামের মো. রফিকুল ইসলাম।
সাজা পাওয়া অন্য আসামির নাম মো. সাজ্জাদ হোসেন। তিনি ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনী, লালকুঠি মাজার রোডের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজ নিয়ে সুকানি মো. সাব্বির হোসেনসহ জাহাজে কর্মরত অন্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে ভিকটিমকে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে অভিযুক্তরা মরদেহ নদীতে ফেলে পালিয়ে যায়। তিন অক্টোবর তার মরদেহ শনাক্ত করে মামলা করেন মো. মহিদুল ইসলাম।
বাদির আইনজীবী জানান, বাদিপক্ষের ১২ ও আসামি পক্ষের দুই জনের সাক্ষ্য শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাজার এই আদেশ দেন।