চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম রনজু (২৬)। তিনি ওই গ্রামের আজিজুলে ছেলে।
নিহতের বাবার বরাত দিয়ে দমুড়হুদা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, রনজু সকালে ভুট্টার ক্ষেতে শ্যালো মেশিন চালিয়ে সেচ দিচ্ছিলো। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়ি না ফেরায় ফোন করেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যার পর ক্ষেতে গিয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে গ্রামবাসী পুলিশের খবর দিলে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে।