শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি।
বুধবার (১৮ জুন) সকালে জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃধাবাড়ি এলাকার মোস্তফার প্রজেক্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশুরা হলো- স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুই জনই স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
শিশুদের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে স্থানীয়ভাবে অনেক খোঁজ করে সোশ্যালে পোস্ট দিয়ে সন্ধান চাওয়া হয়। এছাড়াও সারারাত মাইকিং করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ওই খামারে শিশুদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে এসে উদ্ধার করে।
নিহত শিশু সকাল আক্তারের মামা সাগর মিয়া বলেন, সকালের আম্মা ওই এলাকায় ব্র্যাক সেন্টারে হস্তশিল্পের কাজ করে। সেই কারণে সে তার মায়ের কাছে যেতে পারে। সেই সময় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যেতে পারে।
শিশু স্বপ্নার বাবা স্বপন মিয়া বলেন, আমি গতকাল ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। সকালে মেয়ের লাশ পেলাম।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু দুটির গায়ের পোশাক পাওয়া যাচ্ছেনা। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান।