সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে যা করেছে, সেই কাজ আমাদের করা যাবেনা। কাউকে হয়রানি না করা এবং মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জিহাদ ঘোষণা করতে হবে।
মঙ্গলবার (৪ মার্চ) বগুড়া জেলার শিবগঞ্জে স্থানীয় মুগ্ধ চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর শিবগঞ্জে এসেছেন তিনি। দীর্ঘদিন পর বিএনপির এই নেতা তার নিজ এলাকায় পৌঁছালে তাকে গণ সংবর্ধনা দিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ ৷ কাছের মানুষদের কাছ থেকে এমন সম্মান পেয়ে খুশি তিনিও।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিক মামলায় আসামি করা হয়। কারাভোগ শেষে সোমবার জামিনে মুক্তি পান। সংবর্ধনায় প্রিয় নেতাকে পেয়ে খুশি তারা। স্বৈরশাসকের সময় নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয় সংবর্ধনায় তার বর্ণনা দেন নেতা কর্মীরা।
ডা. ইকবালকে দেখতে এবং অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার মানুষের ঢল নামে। তিনি বগুড়া শহর থেকে মহাস্থানে এসে হযরত শাহ সুলতান বলখী (রঃ) এর মাজার জিয়ারত করেন। পরে শিবগঞ্জের মুগ্ধ চত্বরে আসেন। সেখানে সর্বস্তরের জনসাধারণ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। দীর্ঘ দিন পর তাদের প্রিয় নেতাকে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
স্থানীয়রা বলেন, ডা. ফিরোজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার থাকা কালে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়া সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন, সে কথা এখনও মনে রেখেছেন এলাকাবাসী।