সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

আওয়ামী লীগ যা করেছে তা আমাদের করা যাবে না: ফিরোজ মাহমুদ ইকবাল

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:৩৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে যা করেছে, সেই কাজ আমাদের করা যাবেনা। কাউকে হয়রানি না করা এবং মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জিহাদ ঘোষণা করতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) বগুড়া জেলার শিবগঞ্জে স্থানীয় মুগ্ধ চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর শিবগঞ্জে এসেছেন তিনি। দীর্ঘদিন পর বিএনপির এই নেতা তার নিজ এলাকায় পৌঁছালে তাকে গণ সংবর্ধনা দিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ ৷ কাছের মানুষদের কাছ থেকে এমন সম্মান পেয়ে খুশি তিনিও।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিক মামলায় আসামি করা হয়। কারাভোগ শেষে সোমবার জামিনে মুক্তি পান। সংবর্ধনায় প্রিয় নেতাকে পেয়ে খুশি তারা। স্বৈরশাসকের সময় নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয় সংবর্ধনায় তার বর্ণনা দেন নেতা কর্মীরা।

ডা. ইকবালকে  দেখতে এবং অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার মানুষের ঢল নামে। তিনি বগুড়া শহর থেকে মহাস্থানে এসে হযরত শাহ সুলতান বলখী (রঃ) এর মাজার জিয়ারত করেন। পরে শিবগঞ্জের মুগ্ধ চত্বরে আসেন। সেখানে সর্বস্তরের জনসাধারণ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। দীর্ঘ দিন পর তাদের প্রিয় নেতাকে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

স্থানীয়রা বলেন, ডা. ফিরোজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট  অফিসার থাকা কালে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়া সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন, সে কথা এখনও মনে রেখেছেন এলাকাবাসী।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে আমি নিজেই পুলিশে দেবো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।  
শরীয়তপুরের নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 
সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফল রপ্তানি বাড়াতে কৃষকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত