কুষ্টিয়ায় ঈদে বাড়ি ফেরা এক দম্পতির মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবাও। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের বাইপাস সড়কের ত্রিমোহনী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইতি খাতুন (৩০) ও সন্তান আহনাফ (৩)। আহতের নাম আব্দুল কাদের। তিনি বগুড়ার একটি ফিড কোম্পানিতে কর্মরত। ওই দম্পতির বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কাদের স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ওই এলাকার পৌঁছালে বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা সবজি বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলেই নিহত হন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, আব্দুল কাদেরের অবস্থাও গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।