সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

নাটোর ও বগুড়ায় তিন সাংবাদিকের ওপর হামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম

নাটোর ও বগুড়ায় তিন সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। এসময় নাটোর এক সাংবাদিককে হকিস্টিক ও বাটাম দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙে দেওয়া হয়েছে এবং বগুড়ায় দুই সাংবাদিককে উপর্যুপুরি পোটানো হয়েছে। তাদের মধ্যে একজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আহত তিন সাংবাদিকরা হাসপাতালে ভর্তি আছেন।

নাটোর

নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (৬ এপ্রিল( দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয় এবং হকিস্টিক ও বাটাম দিয়ে বেদম পেটায়। যেতে যেতে দুর্বৃত্তরা সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার দুই হাতই ভেঙে গেছে।

এদিকে হামলার খবরে নাটোরের সাংবাদিকরা সাজেদুর রহমান সেলিমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানিয়েছেন। 

বগুড়া

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। রোববার দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে এই হামলার ঘটনা ঘটে ৷ 

আহত সাংবাদিকরা হলেন- মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিবেদক খোরশেদ আলম ও স্থানীয় অনলাইন পোর্টাল বগুড়া লাইভের প্রতিবেদক আসাউদ্দৌলা নিয়ন। 

তারা বগুড়ায় সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আহত নিয়ন ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন।

হামলার শিকার দুই সাংবাদিক জানান, দুপুরে তারা জলেশ্বরীতলার জেলখানা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় সময় ১০ থেকে ১২ জন তরুণ তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা করে বসেন। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন বগুড়ার সাংবাদিকরা। পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও আটকে চেষ্টা চলছে।

একাত্তর/এসি
নাটোরে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী নাটোর-২ আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন...
বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী আয়োজিত সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের অনুষ্ঠানে বাঁধা, কয়েকজনকে মারধর ও অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে। সংগঠনটির অভিযোগ, ‘ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ’ নামের একটি সংগঠন এই হামলা...
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
নাটোরের বড়াইগ্রাম জেলার সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যায় জড়িত থাকায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ধর্ষণের পর পড়নের কাপড় দিয়ে শিশুটির শ্বাসরোধে হত্যা...
ফল রপ্তানি বাড়াতে কৃষকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকার পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত