নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে বদলগাছী- জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক জনের নাম কার্তিক চন্দ্র। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বদলগাছী থানার ওসি আনিসুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে জয়পুরটার জেলার দিক থেকে বদলগাছীর দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা আসছিলো। ঘটনার সময় বদলগাছী থেকে জয়পুরহাটের দিকে ভটভটি যাওয়ার সময় চকবনমালী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা ও ভটভটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই জন নিহত হন। এ সময় আহত হন আরো বেশ কয়েক জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আনিসুর রহমান আরও জানান, এ ঘটনায় হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।