ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। এ সময় ব্যর্থ প্রশাসনের কাছে ‘শিক্ষার্থী হত্যা’র জবাব চান তারা।
শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতদের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। কিন্তু ৫ আগস্টের পরে দায়িত্ব নেয়া প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগের প্রশাসনের মতই ব্যর্থ হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগে শাহরিয়ার আলম সাম্যের মরদেহ নিয়ে আসা হবে। দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের সামনে তার জানাজা হবে।