টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো দেখানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।
বুধবার কানাডার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মার্কেট স্ক্রিনিং হবে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাটি।
প্রদর্শনী উপলক্ষে উৎসবে এর মধ্যেই যোগ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, অভিনেতা আরিফিন শুভ, নুসরাত ফারিয়াসহ পাঁচ সদস্যের একটি দল।
সাত সেপ্টেম্বর শুরু হওয়া টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৮তম আসরের সপ্তম দিনে উৎসবের অন্যতম ভেন্যু বেল লাইট বক্স সিনেমা ৭-এর থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সিনেমাটি। তবে এটি উৎসবের অফিসিয়াল নির্বাচন নয়। বরং বলা যায়, ৭০ আসন বিশিষ্ট থিয়েটারে হবে ছবিটির মার্কেট স্ক্রিনিং।
তবে কানাডায় বাংলাদেশ হাইকমিশন এটিকে উৎসবের ছবি হিসেবেই দেখছেন।
মুজিব বায়োপিকের এই স্ক্রিনিং ঘিরে দারুণ উচ্ছসিত সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। তিনি বলেন, তিন বছর ধরে অপেক্ষা করছি সিনেমাটি মানুষর সামনে আসুক, দেখুক, বঙ্গবন্ধুকে জানুক।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বাহ্যিক যে রিফ্লেকশানগুলো আছে সেগুলো রপ্ত করার চেষ্টা করিনি। পরিচালক আমাকে ডেকে বলেছেন, ডোন্ট ওরি অ্যাবাউট দ্য এক্সটার্নাল, কানসিভ দ্য সোল।
এর আগে ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের ৭৫-তম আসরে ভারতীয় প্যাভিলিয়নে উন্মুক্ত হয় ছবিটির ট্রেলার। যদিও সোশাল মিডিয়ায় ছবিটির ট্রেলার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ তোলেন নেটিজেনরা।
ছবিটির অন্যতম চিত্রনাট্যকার বর্ষীয়ান চলচ্চিত্রজন অতুল তিওয়ারি একাত্তরকে জানিয়েছেন, তড়িঘড়ি করে বানানো সে ট্রেলারের সঙ্গে আসল ছবিটির বেশ ফারাক। তিনি আশা করছেন, ছবিটি সকল বাংলাদেশির আবেগকে ছুঁয়ে যাবে।
গেলো ৩১ জুলাই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি।
ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দি'র ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত এ ঐতিহাসিক সিনেমায় প্রায় ১৫০ চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন।
বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়।
গত বছর ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার রিলিজ করা হয়।
একাত্তর/এসি